১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান সরকার সেন্ট্রাল গভর্ণমেন্ট বয়েজ হাই স্কুল নামে তৎকালীন ঢাকার আইয়ুব নগরে এ সরকারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পাঠদান করা হতো ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত। ১৯৭১ সালের রক্তঝরা যুদ্ধের পর এলাকাটির নাম পাল্টে হয়ে যায় শের—ই—বাংলা নগর। সেই সাথে বিদ্যালয়ের নামে আসে পরিবর্তন, রাখা হয় শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। পাঠদান শুরু হয় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত।
বিদ্যালয়টির প্রাথমিক ও মাধ্যমিক শাখার জন্য ছিল আলাদা ক্যাম্পাস। প্রাথমিক শাখার ক্যাম্পাসটি নির্বাচন কমিশন ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যখানে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ছিল। মাধ্যামিক শাখাটি শেরে বাংলা নগর এর প্রাণ কেন্দ্রে অবস্থিত। যার গাঁ ঘেঁষে উত্তরে আইডিবি ও বন ভবন, পশ্চিমে এলজিইডি ও পাসপোর্ট ভবন, পূর্ব পাশে তেজগাঁও বিমান বন্দর এবং দক্ষিনে শ্যামলী আগারগাঁও রোড। মাধ্যমিক শাখাটি গাছগাছালিতে পরিপূর্ণ এবং এর সীমানা প্রাচীরের মধ্যে আছে একটি বড় খেলার মাঠ ও একটি বৃহদাকার পুকুর।
২০০৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রাথমিক শাখার শিক্ষা কার্যক্রম মূল ভবনে স্থানান্তর করে উক্ত ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টিতে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলছিল। ১৯৮০ সালে এর সাথে সংযোজিত হয় প্রভাতি শাখা। দুইজন সহকারি প্রধান শিক্ষকসহ ৫০ জন সহকারি শিক্ষক দ্বারা প্রভাতি ও দিবা শাখা পরিচালিত হচ্ছে। উভয় শিফ্টের দায়িত্বে আছেন একজন প্রধান শিক্ষক।
২০০৮ শিক্ষবর্ষে এই বিদ্যালয়ের সাথে যুক্ত হয় একাদশ শ্রেণি (কলেজ শাখা) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রধান শিক্ষক এর তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ অত্যন্ত সুচারুভাবে এর কার্যক্রম চালিয়ে নিচ্ছেন।
Email: sbsdhaka1207@yahoo.com
Phon: 01234567890
Address: Sher-E-Bangla Nagar, Dhaka-1207
Copyright @ 2024 All Rights Reserved. Crafted by Fabiolabs